সাভারে একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ব্যাগে ১৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ নবীনগর ক্যাম্প। রবিবার রাত ৩টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের আলমনগর সুগন্ধা হাউজিংয়ের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার নবীনগর র্যাব-৪’র এএসপি উনু মংয়ের নেতৃত্বে আলমনগর সুগন্ধা হাউজিংয়ের ৮নং রোডের ৩নং বাড়ির তিন তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ওই ফ্ল্যাট থেকে ১৬টি ব্যাগ থেকে ১৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই ফ্ল্যাট থেকে বুয়েটের দুই ইঞ্জিনিয়ারকে আটক করা হয়েছে।
আলম নগর সুগন্ধা হাউজিংয়ে এত নিরাপত্তা মধ্যে কিভাবে ফেসসিডিলের ব্যবসা করা হতো তা নিয়ে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল।
র্যাব ৪’র এএসপি উনু মং জানান, আটক বুয়েটের দুই ইঞ্জিনিয়ার ও সুগন্ধা হাউজিং কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিবার্তা/শরীফুল/নিশি