মুন্সীগঞ্জের কুচিয়ামোড়া থেকে মাওয়া পযর্ন্ত প্রায় ১৬ কি.মি. এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা আগামী ২ অক্টোবরের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
রবিবার বেলা ১১ টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটট আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বে সড়ক ও জনপথ এবং বিআরটি -এর দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় মহাসড়কে অবৈধ পার্কিংয়ের কারণে ৩ টি পিক আপ ভ্যানকে ৪৫০০ টাকা ও গাংচিল পরিবহনের ২টি যাত্রীবাহী বাসকে কাগজপত্র না থাকায় ৫০০০ টাকাসহ, মোট ৯৫০০ টাকা জরিমানা এবং মামলা করা হয়। এসময় সড়ক ও জনপথের শ্রীনগর কর্মকর্তা মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জুয়েল/যুথি