বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক যায়নি।
রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক দু’টি অভিযানে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এদের আটক করে।
এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। এদের বাড়ি খুলনা, বরিশাল, সিলেট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভারতে অবৈধ বসবাসকারী বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে এপারে আসছেন, এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে।
এক সময় দেখতে পায় ইছামতি নদী পার হয়ে একদল নারী-পুরুষ এপারে আসছেন। সেসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে পালিয়ে যায় দালাল। আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/ইফতি