সাভারে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে রায়হান নামের (২৬) এক যুবককে হাতুরি পেটা করেছে একটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রবিবার গভীর রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থনীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে রাতে খাগান এলাকায় নিজ বাড়ি থেকে রায়হানকে কয়েকজন শিক্ষার্থী কৌশলে সিটি ইউনিভার্সিটির সামনে ডেকে আনেন। এসময় শিক্ষার্থীরা ওই যুবককে হাতুরি পেটা করে তার ডান হাত ও ডাত পা ভেঙ্গে দেন। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়।
জানা যায়, আহত ওই যুবক গত কয়েক মাস আগে সিটি ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ার পাশ করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার ১নং কলোনি গ্রামের ইমদাদুল হকের ছেলে। খাগান এলাকার টিপু নামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে ভাড়ায় থাকতেন তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, তদন্ত করে ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/শরীফুল/নিশি