চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও অন্যান্য পণ্যবাহী প্রাইমমুভার ট্রেইলর মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। সোমবার সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করেন।
রবিবার রাতে প্রাইমমুভার ট্রেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া বিভিন্ন ধরনের পণ্যবাহী কন্টেইনারের ওজন ৩৩ টনের বেশি হওয়ায় দাউদকান্দি ও মেঘনা সেতুর সামনে বসানো স্কেল পার হওয়ার অনুমতি না দেয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা ।
প্রাইমমুভার ট্রেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. হুমায়ুন কবির বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া বিভিন্ন ধরনের পণ্যবাহী কন্টেইনারের ওজন ৩৩ টনের বেশি হলে দাউদকান্দি ও মেঘনা সেতু পার হতে দেয়া হচ্ছে না। এই জন্য আমাদের কোন দায় নেই। অথচ আমরাই হয়রানির শিকার হচ্ছি।
হুমায়ুন কবীর আরো বলেন, ৩৩ টনের বেশি ওজনের কন্টেইনার পরিবহন না করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব সংস্থার সঙ্গে সমন্বয় দরকার তা না করে কন্টেইনার পরিবাহী লরিচালক মালিকদের হয়রানি করা হচ্ছে। এ সঙ্কট নিরসনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন