বরিশালের মেট্রোপলিটন বন্দর থানাধীন চরকাউয়া খেয়াঘাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকরা হলেন- বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার চরকাউয়া এলাকার মো. আব্দুল হক হাওলাদারের ছেলে মো. মিলন হওলাদার (৩০) ও বাকেরগঞ্জ থানার দাড়িয়াল ইউনিয়নের মৃত খালেক হাওলাদারের ছেলে মো. সাগর হাওলাদার (২৫)।
র্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবার্তা/নাজিম/লিয়ন