খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও সংগঠকদের মানববন্ধন

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও সংগঠকদের মানববন্ধন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৭:৪৮
খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও সংগঠকদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ির ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা। সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন করা হয়। 
 
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্রীড়া সংগঠক নুরুল আজমের সঞ্চালনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শানে আলমের সভাপতিত্বে মানববন্ধনে। মানববন্ধনে ক্রীড়া সংগঠক যতন কুমার ত্রিপুরা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, সভাপতি জীতেন বড়ুয়া, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক তরুন কুমার ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত রবিবার খাগড়াছড়ি পুলিশ লাইন পুকুরে সেরা সাতারু বাছাই অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তা এসএম মাহমুদুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমার ওপর হামলা চালায়।
 
বিবার্তা/বিপ্লব/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com