আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নোয়াখালীর মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। এবার নোয়াখালীতে ১৫৮টি পূজামণ্ডপে প্রতিমা স্থাপনের কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এবারের অন্যতম আকর্ষণ দেবী দুর্গার ৭১ ফুট উঁচু প্রতিমা। নোয়াখালীর চৌমুহনীতে এ প্রতিমা তৈরি করা হচ্ছে।
চৌমুহনী কলেজ রোডের রামেন্দ্রসাহার বাড়ির সামনে বিশাল আকারের ৭১ ফুট দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
৭১ ফুট দীর্ঘ দুর্গা প্রতিমা তৈরি করছেন শরীয়তপুর থেকে আসা প্রতিমা কারিগর অমল কৃষ্ণ পাল। তিনি জানান, গত ২০ বছর ধরে তিনি নোয়াখালীতে প্রতিমা তৈরির কাজ করলেও এবারই তিনি এই বিশাল আকারের প্রতিমার তৈরির কাজ করছেন। ১৯৭৪ সাল থেকে তিনি প্রতিমা তৈরির কাজ শুরু করলেও এটি তার জীবনের শ্রেষ্ঠ প্রতিমা তৈরি।
তিনি জানান, এর আগে বাংলাদেশের কোথাও এতো বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়নি। ১২ জন সহযোগী ও কারিগর নিয়ে গত আড়াই মাস ধরে এ কাজ করছেন তিনি।
বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ রনি কুমার সাহা জানান, ভারতের দেশ প্রিয় পার্কে গত বছর ৮৭ ফুট উঁচু প্রতিমা তৈরি করা হলেও বাংলাদেশে এই প্রথম ৭১ ফুট উঁচু দেবী মায়ের প্রতিমা তৈরি করা হচ্ছে। দেবী দুর্গার এই প্রতিমা তৈরিতে ৩৫ লাখ টাকা বাজেট ধরা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/সুমন/নাজিম