নীলফামারীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নীলফামারী অভিমুখী কেয়া পরিবহন (ঢাকা মেট্টো ব- ১১-৫৪৮০) ও নীলফামারী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী জিসা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮০২২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাসের ১৬ জন আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম জানান, দুর্ঘটনা কবলিত দুটি বাস উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বিবার্তা/সুমন/নাজিম