যশোরে অস্ত্র-গুলি ও তলোয়ারসহ আবু বক্কর সিদ্দিক (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রবিবার রাত ১১টায় সদর উপজেলার শেখহাটি তরফ নোয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে র্যাব-৬ (যশোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শেখহাটি তরফ নোয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি শার্টারগান, একটি কার্তুজ, এসএলআরের এক রাউন্ড গুলি এবং লোহার তৈরি একটি ধারালো তলোয়ারসহ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। এ বিষয়ে র্যাব কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করেছে।
বিবার্তা/নাজিম/লিয়ন