ঝিনাইদহে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৬:২৩
ঝিনাইদহে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। 
 
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, উপজেলার বজরাপুর গ্রামে সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে পদ্ম রানী রায় (৭০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পদ্ম রানী রায় ওই গ্রামের দুলাল রায়ের স্ত্রী।
 
ওসি আরো জানান, দুপুরে পদ্ম রানী বজরাপুর গ্রামের একটি পোল্টি ফার্মে কাজ করতে গেলে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এছাড়া, কোটচাদপুর থানার এসআই সমির জানান, ওই উপজেলার রাঙিয়ারপোতা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
কোটচাদপুর রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, সোমবার সকালে স্থানীয় কৃষকরা রাঙিয়ারপোতা গ্রামে ট্রেন লাইনের পাশে দ্বিখন্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। 
 
তিনি জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে রাতের কোন সময় ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।
 
এদিকে, হরিনাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া গ্রামে পানিতে ডুবে রাফি হোসেন (৩) নামে এক শিশুর মৃত্য হয়েছে। রাফি ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
 
স্থানীয় লোকজন জানান, দুপুরে খেলতে খেলতে রাফি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ডোবায় মৃত অবস্থায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে।
 
বিবার্তা/কোরবান/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com