চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় খালিদ হোসেন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরিচ্যুত এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক রাশেদুল ইসলামের নেতৃত্বে নগরীর ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম জানান, আক্কাস আলী নামের এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন, রাবির সাবেক কর্মচারী খালিদ হোসেন তার ছেলেকে চাকরি দেয়ার নাম করে নয় লাখ টাকা আত্মসাৎ করেছেন। তদন্তের পর সোমবার দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম বাদী হয়ে খালিদ হোসেনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় প্রতারণার মামলা দায়ের করেন। একই দিন দুপুরে দুদকের একটি দল নগরীর ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, সোমবার দুপুরে খালিদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেছে দুদক। তারাই এই ঘটনার তদন্ত করেছে এবং আসামিকে আদালতে সোপর্দ করেছে।
উল্লেখ্য, এর আগে চাকরি দেয়ার নাম করে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় সিন্ডিকেটের ৪৫৪তম সভায় শহীদ জিয়াউর রহমান হলের সাবেক এই কর্মচারীসহ পাঁচজনকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিবার্তা/নাঈম/রয়েল