বরিশালে বিএনপি-জামায়াতের ২৬ কর্মীর বিরুদ্ধে চার্জশিট

বরিশালে বিএনপি-জামায়াতের ২৬ কর্মীর বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ০২:০১:২৮
বরিশালে বিএনপি-জামায়াতের ২৬ কর্মীর বিরুদ্ধে চার্জশিট
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+
বরিশালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে। তবে অব্যাহতির আবেদন করা হয়েছে আটজনের জন্য।
 
আদালতে উপস্থাপনের জন্য সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সংশ্লিষ্ট সরকারি নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কাছে এ চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিট জমা দেন এয়ারপোর্ট থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এইচএম রেদোয়ানুল ইসলাম।
 
চার্জশিটে অভিযুক্তরা হলেন- জাবেদ ফরাজি, জিহাদ ফরাজি, মো. হাবিবুর রহমান, হুমায়ুন কবীর তালুকদার, মো. রনি, হাফিজুর রহমান, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, মঞ্জুর আহমেদ, মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলী ওরফে তোতা মিয়া, মেহেদি হাসান, মো. জাকির হোসেন জিপু, মো. নাসির উদ্দিন, সজল, আনোয়ার হোসেন, রাকিব, সানাউল্লাহ চৌধুরী, সজল, জুবায়ের, সোহেল, শহীদুল ইসলাম ঢালী ও শহিদুল ইসলাম।
 
আর যাদের অব্যাহতি চাওয়া হয়েছে তারা হলেন- রফিকুল ইসলাম খান, আনিসুর রহমান ওরফে নিতাই আনিস, তুষার, মনু, সেলিম তালুকদার, আ. রহমান শিকদার, রেজাউল করিম রানা ও আল আমিন।
 
সূত্র জানায়, গত বছরের ১৩ জানুয়ারি রাতে অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কের শের-ই-বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সামনে একটি ট্রাকে অগ্নিসংযোগ করেন অভিযুক্তরা। এ সময় কর্তব্যরত এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পুলিশ জাভেদ ও জিহাদকে আটক করে।
 
এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই ফিরোজ আলম মুন্সি বাদী হয়ে ওই দিনই নামধারী ছয় জনসহ অজ্ঞাত ২০ জনকে অভিযুক্ত করে সরকারি কাজে বাধা ও জনমনে ভীতি সঞ্চারের অভিযোগ এনে থানায় মামলা করেন।
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com