হিলি সীমান্তে ২ কেজি সোনাসহ আটক ১

হিলি সীমান্তে ২ কেজি সোনাসহ আটক ১
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪০:৫৯
হিলি সীমান্তে ২ কেজি সোনাসহ আটক ১
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
দিনাজপুরের হিলি সীমান্তের অদুরে আটাপাড়া এলাকা থেকে দুই কেজি ওজনের ২টি স্বর্ণের বারসহ সামসুল ইসলামকে (৪৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে বলে জানা গেছে।
 
জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন খবর আসে বাসুদেবপুর ক্যাম্পে। এ সময় ক্যাম্পের ল্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলঘুমটিতে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর মটরসাইকেল নিয়ে একব্যক্তি কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে জিঞ্জাসাবাদ করে। তিনি ব্যাগে সোনা থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাকে দুই কেজি সোনাসহ আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
 
বিবার্তা/শাহী/জেমি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com