শরীয়তপুরে মো. মাঈনুদ্দিন নামে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের বটতলা এলাকায় বরকত হোমিও হল থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ওই ভুয়া চিকিৎসক মো. মাঈনুদ্দিন নিজ চেম্বারে নিবন্ধনকৃত না হয়ে হোমিওপ্যাথিক সিস্টেম অব মেডিসিন প্রাকটিসে সরাসরি জড়িত হওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩৭(২) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয় ভ্রামমান আদালত।
ভুয়া চিকিৎসক মাঈনুদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরনবলিয়া গ্রামের মৃত আ. জব্বার মিজির ছেলে।
বিবার্তা/রোমান/নিশি