কুষ্টিয়া শহরতলীর জগতি রেলওয়ে স্টেশন থেকে সবুরা খাতুন (৫৫) নামে এক লালন ভক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ওই স্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুরা খাতুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোকাছেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া শহরতলীর জগতি রেলওয়ে স্টেশনে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। মৃত নারী কুষ্টিয়ার মরমি সাধক লালন শাহ-এর ভক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানিয়েছেন।
বিবার্তা/শরীফুল/রয়েল