পুলিশের ধাওয়ায় ব্যবসায়ী নিহত

পুলিশের ধাওয়ায় ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮:৫৫
পুলিশের ধাওয়ায় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পুলিশের ধাওয়ায় মোটরসাইকেলসহ গর্তে পড়ে বাবলুর রহমান (২৯) নামে ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহের বাড়িবাথান এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
 
স্বজনদের দাবি ডিবি পুলিশের ধাওয়া খেয়ে গর্তে পড়ে বাবলু নিহত হয়েছেন। তবে পুলিশ স্বজনদের এ অভিযোগ অস্বীকার করেছে। বাবলু ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 
 
মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ গান্না সড়কের বাড়িবাথান এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলার জামতলা বাজারে নিহত বাবলুর একটি ওষুধের দোকান আছে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাদা পোশাকের ডিবি পুলিশ ওই সড়কে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করছিল। এ সময় বাবলু জামতলা বাজার থেকে ঝিনাইদহে আসছিলেন। 
 
সামনে সাদা পোশাকের পুলিশ ইন্দিরার মোড়ে মটরসাইকেল ধরছে এমন দৃশ্য দেখে বাবলু দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যেতে থাকেন। 
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডিবি পুলিশ বাবলুর পিছু ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গর্তে পড়ে যার বাবলু। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
চিকিৎসক নুপুর জানিয়েছেন বাবলুর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সেটা লাঠি না অন্য কিছু তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। 
 
বাবলুর ভগ্নিপতি যাদবপুর গ্রামের মসিউর রহমান জানান, বাবলুর মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। কাগজ করতে বেশ কয়েকদিন ধরে বিআরটিএ অফিসে ঘুরছিলেন তিনি। তিনি শুনেছেন সাদা পোশাকের পুলিশের ধাওয়া খেয়ে বাবলু দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। 
 
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঘটনার সময় পুলিশ সেখানে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিল। এ সময় বাবলু পুলিশ দেখে দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে নিহত হন। 
 
পুলিশ তাকে ধাওয়া বা লাঠি দিয়ে আঘাত করেনি বলে তিনি দাবি করেন। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সড়ক দুর্ঘটনায় বাবলুর মৃত্যু হয়েছে। পুলিশ তাকে ধাওয়া করেনি।
 
বিবার্তা/কোরবান/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com