ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি গ্রাম পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে ২৩ এপ্রিল ৩য় ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সোমবার এ দুটি ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর এ দুটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম জানান, কালীগঞ্জে মোট ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫নং সিমলা-রোকনপুর ও ৭নং রায়গ্রাম ইউনিয়ন থেকে কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যার কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচনের (২৩ এপ্রিল ৩য় ধাপে) কালীগঞ্জের ওই দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি।
নির্বাচন কমিশন সোমবার এই দু’টি ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ি ৬ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৭ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই, ১৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩১ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। উপজেলা
নির্বাচন অফিসার আরো জানান, রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১ জন ও মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৬৭৫ জন। এছাড়া, সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৭ হাজার ১২৪ জন। এদের মধ্যে ৩ হাজার ৬২১ জন পুরুষ ভোটার এবং ৩ হাজার ৫০৩ জন মহিলা ভোটার রয়েছে।
বিবার্তা/কোরবান/রয়েল