যশোরে ফেনসিডিল চোরাচালান মামলায় ৬ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে এক রায়ে স্পেশাল ট্রাইব্যুনাল জজ-৮ আদালতের বিচারক নীলুফার শিরিন রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- যশোরের শার্শার ঘিবা গ্রামের আয়ুব হোসেনের ছেলে হাফিজুর রহমান, কিতাব আলীর ছেলে ইমরান আলী, মানকিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম, আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম, সরবংহুদা গ্রামের রহমত উল্লাহর ছেলে ওসমান আলী ও মৃত রমজান আলী তরফদারের ছেলে বাবুল ওরফে বাবু।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৮ জুন ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ছুটিপুর সড়কের পতেঙ্গালী জিয়েলতলা মোড়ে অবস্থান নেয়। এসময় রাস্তায় চলাচলরত যানবাহন তল্লাশি করে পুলিশ।
সন্ধ্যায় ছুটিপুর থেকে শহরের দিকে আসা একটি টেম্পু থামিয়ে তল্লাশি কালে আসামিদের কাছ থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই শাহদারা খাঁন বাদী হয়ে ৬ জনকে আসামি করে ফেনসিডিল চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক(ওসি) শেখ আবুবক্কার সিদ্দিক।
স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো ৩ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইমরান আলী, তরিকুল ইসলাম ও বাবুল ওরফে বাবু পলাতক।
বিবার্তা/তুহিন/কাফী