কুষ্টিয়ায় আ.লীগ-জাসদ সংঘর্ষে আহত ২০

কুষ্টিয়ায় আ.লীগ-জাসদ সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৫:৩৭
কুষ্টিয়ায় আ.লীগ-জাসদ সংঘর্ষে আহত ২০
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
কুষ্টিয়ার মিরপুরের আমলায় দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক ঝন্টু ও জাসদ সমর্থক রাজা মাস্টার পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ঝন্টুর লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাজা মাস্টারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রাজা মাস্টারের লোকজনকে উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ও দু’টি বোমার বিস্ফোরণ ঘটালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রাজা মাস্টার গ্রুপের ১৫ জন ও ঝন্টু গ্রুপের পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
বিবার্তা/শরীফুল/জেমি/জিয়া 
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com