কুষ্টিয়ার দৌলতপুরে লালন হোসেন (২৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত লালন উপজেলার পচামাদিয়া গ্রামের তাছেন আলীর ছেলে লালন হোসেন।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাকিমপুর ফুটানিবাজারে হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রয় করতে আসলে আড়তের লেবাররা লালন হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কুষ্টিায়া হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামিদুল ইসলামের আড়তে পাটি বিক্রয় করতে আসেন লালন। এসময় পাটের ওজন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আড়তের লেবার কুদ্দুস ও ভাষান তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় লালনকে প্রথমে দৌলতপুর হাসপাতালে পরে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে লালনের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, পাট বিক্রয় নিয়ে মারপিটের ঘটনায় লালন নামে একজন কুষ্টিয়া হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/শরীফুল/প্লাবন