নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সেপটিক ট্যাংক থেকে আবদুল মোতালেব (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার নুরু মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুল মোতালেব কুড়িগ্রাম জেলার কামাল মিয়ার ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিয়া জানান, নিহত মোতালেব সোনাইমুড়ী পৌরসভার নুরু মিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিল। বুধবার সকালে স্থানীয় লোকজন সেপটিক ট্যাংকির ভেতরে মোতালেবের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিবার্তা/সুমন/নাজিম