সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক র্যালি ও সভা করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরার নেতৃত্বে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদি হাসান হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/নাজিম