ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় মোর্শেদা বেগম (৩০) নামে এক বয়লার শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুলশেখালী গ্রামের শাহ্জাহান মিয়ার মেয়ে। তিনি আশুগঞ্জের বাহাদুরপুর এলাকার নান্নু মিয়ার বয়লারে কাজ করতেন।
আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় মোর্শেদা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বিবার্তা/রাহাত/নাজিম