দুর্গা উৎসব উপলক্ষে পুলিশের মতবিনিময়

দুর্গা উৎসব উপলক্ষে পুলিশের মতবিনিময়
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯:০৮
দুর্গা উৎসব উপলক্ষে পুলিশের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
এবারের শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার। বুধবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জেলার ১২২ টি মন্দিরের সার্বিক নিরাপত্তা বিশেষ করে প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, সাউন্ড সিস্টেমের ব্যবহার, বিদ্যুৎ সরবরাহ, মন্দিরে পুরুষ ও নারীদের প্রবেশ ও বাহির হবার পথ, পারিপার্শ্বিক পরিবেশ ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী, সকল থানা ও গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলা পুজা উযযাপন কমিটির সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রনব কুমার পাল, শিবগঞ্জের সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী, গোমস্তাপুরের সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, নাচোলের সভাপতি গোবিন্দ চন্দ্র বর্মন,ভোলাহাটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার, রহনপুরের মাহান্ত এস্টটের ক্ষিতিশ চন্দ্র আচার্যসহ সংশ্লিষ্টরা।
 
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ও সকল উপজেলার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
 
বিবার্তা/জাকির/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com