মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে।
এসময় চৌরাস্তার বালিয়াডাঙ্গী, হরিপুর সড়কে পাঁচশতাধিক যানবাহন আটকা পড়ে। পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে এসে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায় শিক্ষার্থীরা।
এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা র্যালি নিয়ে চৌরাস্তায় এসে মানববন্ধন করে। এসময় শিক্ষার্থীরা ৭টি সৃজনশীল প্রশ্ন চাপিয়ে দেয়ার প্রতিবাদ ও তা বাতিলের দাবি জানায়।
বিবার্তা/বিধান/কাফী