পুলিশ হত্যা : ৩৮৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

পুলিশ হত্যা : ৩৮৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫১:২০
পুলিশ হত্যা : ৩৮৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ সদস্য ওমর ফারুক হত্যা মামলায় ৩৮৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নবাবুর রহমান এ অভিযোগ গঠন করেন।
 
এসময় আদালতে উপস্থিত থাকা আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। আগামী ২৭ নভেম্বর মামলায় রাষ্ট্রক্ষের সাক্ষ্যের জন্য দিন ধার্য করা হয়েছে। 
 
মামলা সূত্রে জানা যায়, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৩ মার্চ ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন হরিণাকুণ্ডু উপজেলা শহরে মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপিসহ সমমনা দলগুলো। 
 
ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলা চত্বরে কর্তব্যরত কনস্টেবল ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
 
ওই ঘটনায় হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. মোতাহার হোসেনসহ ২২০ জনের নাম উলে­খ করে এবং আরো অজ্ঞাতনামা ৬ হাজার লোকের নামে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। ওসি মহিবুল ইসলাম মামলাটি তদন্ত কবরে ৩৮৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।
 
বিবার্তা/কোরবান/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com