যশোরের চৌগাছায় সোহাগ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করেছে। নিহত যুবক উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের নুর ইসলামের ছেলে। তবে তিনি একই গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বুধবার সকালে এলাকাবাসী তার লাশ স্থানীয় একটি কলাবাগানে পড়ে থাকতে দেখে চৌগাছা থানায় খবর দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাস্থলে থাকা অবস্থায় এসআই জামাল হোসেন বলেন, লাশের গলায় ওড়না জাতীয় কাপড় জড়ানো রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি ভালোভাবে জানা যাবে।
বিবার্তা/ইফতি