ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার ভিতরে মাহাবুবুর রহমান (২২) নামের এক পোশাক শ্রমিকের রজস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কারখানার শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাইর ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স কারখানায় এঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে বুধবার রাতে স্নোটেক্স কারখানায় পোশাক শ্রমিক মাহাবুবুর রহমানের রহস্যজনকভাবে মৃত্যু হয়। ওই শ্রমিকের মৃত্যুর খবর নিতে গেলে স্থানীয় সাংবাদিকদের কারখানার ভিতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। তারা বলেন, কারখানার ভিতরে শ্রমিকের মৃত্যু হয়েছে তাতে আপনাদের কি। নিহত ওই শ্রমিকের পরিবারের সাথে আমাদের মীমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে ওই কারখানার কয়েকজন শ্রমিক বলেছেন, ‘আমরা এ ব্যাপারে কোন কথা বলতে পারবো না। কারণ কারখানা কর্তৃপক্ষ বলেছে তোমরা কেউ যদি এ বিষয়ে বাইরে কোনো কথা বল, তাহলে তোমাদেরকে বেতন না দিয়ে চাকরিচ্যুত করা হবে।’
ধামরাই থানার (ওসি) তদন্ত দীপক চন্দ্র সাহা বলেন, ওই শ্রমিক কারখানার ফ্লোরে পড়ে গিয়ে মাথা ফেটে মারা গেছে। পরে ওই শ্রমিকের পরিবার লাশ নিয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষের সাথে তাদের বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এদিকে স্থানীয়রা দাবি করেছেন, ওই কারখানার ভিতরে ওই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ তার মাথায় অনেক আঘাত রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানা পুলিশ কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিলে পুলিশ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
নিহত ওই শ্রমিক ধামরাইয়ের কেলিয়া এলাকার আক্কেল আলীর ছেলে।
বিবার্তা/শরিফুল/জিয়া