সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তৈরি পোশাক কারখানা মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেডের ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শ্রমিকরা জানায়, মেরিডিয়ান ফ্যাশন গার্মেন্টসে কাজ করেন পাঁচ শতাধিক শ্রমিক। আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার কথা ছিল মালিকপক্ষের। কিন্তু শ্রমিকরা সকালে কারখানায় যোগ দিয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করেন। বেতন ও ঈদ বোনাস না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দিবে না বলে জানিয়েছেন। এই বেতন ও বোনাস না পাওয়ায় ঈদের পরে শ্রমিকরা অনেক কষ্ট করে জীবনযাপন করছে।
এদিকে শ্রমিকদের বেতন না দিয়ে ওই কারখানার পরিচালক তৌহিদুল ইসলাম কারখানায় আসা বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেছেন শ্রমিকদের বেতন দেয়ার বিষয়ে মালিকপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।
বিবার্তা/শরিফুল/জেমি/জিয়া