নিরবচ্ছিন্ন বিদুতের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিবাসী। রাঙামাটিবাসীর ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
এতে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্রু, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহী, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার উল হক, চ্যানেল টুয়েন্টি ফোরের রাঙামাটি জেলা প্রতিনিধি মো. সামসুল আলম, বৃহত্তর বনরুপা ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সাইফুল আলম রাশেদ, রাঙামাটি ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/হৃদয়/নাজিম