সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকদের মারধর ও বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মল্লিকপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে পৌর মেয়রের বৈঠক পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগীয় নেতা ফলিক মিয়া জানান, সুনামগঞ্জ পৌর মেয়রের আশ্বাসে সব পরিবহন শ্রমিকের মতামতের পর তারা ধর্মঘট প্রত্যাহার নেন।
পৌর মেয়র আয়ুব বখত জগলুল জানান, সকালে পরিবহন নেতা ও শ্রমিকদের নিয়ে বৈঠক করা হয়। এরপর তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। যারা শ্রমিকদের ওপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিবার্তা/নাজিম/লিয়ন