সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ছয় শতাধিক পাখি জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি জব্দ করা হয়। এ ঘটনায় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
বন বিভাগের বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, ৩০০টি মুনিয়া, ২২০টি তোতা, ৯০টি টিয়া, একটি ময়নাসহ ৬১১টি পাখি জব্দ করা হয়েছে। পরে দুটি পাখি মারা যায়।
তিনি আরো জানান, পাখিগুলোকে রাজধানীর আগারগাঁওয়ে বন বিভাগের প্রধান কার্যালয়ে আনা হয়েছে। কোনো উদ্যান বা বনাঞ্চলে পাখিগুলো অবমুক্ত করা হবে।
আটক জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিবার্তা/শরিফুল/নাজিম