কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক মো. জহির রায়হান মতবিনিময় করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন ও দৌলতপুর থানার ওসি মোল্লা মো. ফরিদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা কবিরাজ জলি। সুধীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার আবুল কালাম আজাদ, দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৌলতপুর অনার্স কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী ও আবু ইউসুফ লালু প্রমুখ।
এর আগে বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে জেলার নবাগত জেলা প্রশাসকের হাতে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিবার্তা/শরীফুল/জেমি/জিয়া