সৈয়দপুরে অবস্থিত দেশের সর্ববৃহৎ রেল কারখানা আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার রেল কারখানাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমানে রেলওয়ের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারা আগামীতেও অব্যাহত রাখা হবে। তাছাড়া সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নসহ বড় ধরণের স্থাপনা নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিদ স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, কমিটির সদস্য মোসলেম উদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, আল আজগর, মোহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াছিন আলী রেল মন্ত্রীর সাথে ছিলেন।
কারখানা পরিদর্শন শেষে তারা রেলওয়ে কারখানার পরিত্যক্ত পাওয়ার হাউজসহ বেসরকারিভাবে ট্রেনের বগি তৈরির কারখানা পরিদর্শন করেন। এ সময় বিভাগীয় তত্বাবধায়ক ডিএস নুর আহমেদ হোসেন কারখানা সম্পর্কিত বিভিন্ন বিষয় মন্ত্রীকে অবহিত করেন।
বিবার্তা/সুমন সুখার্জী/পলাশ/নাজিম