রাজশাহীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনী

রাজশাহীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনী
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭:০১
রাজশাহীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনী
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+
রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনী। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন মনিবাজার চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে।
 
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীতে ৬৫ জন শিল্পীর ২৪০টি বনসাই স্থান পেয়েছে। এতে দেশি বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুনিবিচি, তমাল, বৈচি, জিলাপি, তেঁতুল, কামিনী ও ফাইকনসহ বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন বনসাই রয়েছে। 
 
প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূরুল হোসেন চৌধুরী, সংগীত শিল্পী এ্যান্ড্রু কিশোর প্রমুখ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ।
 
বিবার্তা/রিমন/পলাশ/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com