নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ বাসুদেবপুর গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খোরশেদ আলম বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভ্যান নিয়ে বাসুদেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় সৈয়দপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাটোর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/সাইফুল/পলাশ/নাজিম