রাজশাহী জেলার মোহনপুর উপজেলা বরইকুড়ি গ্রামে গার্লস কলেজের প্রধান ফটকের সামনে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানটি গুড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল দোকান ঘরটি ভেঙে ফেলে।
স্থানীয় আজাহার আলী নামে এক ব্যক্তি মোহনপুর গার্লস কলেজের প্রধান ফটক দখল করে অবৈধভাবে দোকান ঘরটি নির্মাণ করছিলো। সেখানে দোকান নির্মাণ হলে কলেজ ছাত্রীরা যৌন হয়রানির শিকার হবেন-এমন আশঙ্কায় গ্রামবাসী দোকানটির নির্মাণ বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।
এলাকাবাসীর অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দোকানঘরটি উচ্ছেদ করে। এতে স্থানীয় গ্রামবাসী ও কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন, দোকানটি ভেঙে দেয়া গ্রামবাসীর দাবি ছিল। তাছাড়া দোকানটি সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছিল। তাই সেটি ভেঙে দেয়া হয়েছে।
বিবার্তা/রিমন/পলাশ/নাজিম