নাটোরের লালপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহিদুল ইসলাম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোহরকয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তহিদুল মোহরকয়া গ্রামের নভেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে লালপুরের মোহরকয়া গ্রামের রুবেল হোসেনের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন নির্মাণ শ্রমিক তহিদুল ইসলাম। এ সময় ঘরের দেয়ালের সাথে থাকা বৈদ্যুতিক তারে তহিদুলের হাত পড়লে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মিন্টু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/সাইফুল/পলাশ/নাজিম