চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯:১৫
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৃথক এ সড়ক দুঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
 
জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খরিবোনা পাইকড়া বেলপুকুর বাজারে বৃহস্পতিবার বেলা ১১টায় রাস্তার পাশের দোকানে ট্রাক ঢুকে পড়ে। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 
 
নিহতরা হলেন- একই ইউনিয়নের আনোকাদিঘি গ্রামের মো. তোফাজ্জলের ছেলে গাজলুর রহমান (৪৪), বেলপুকুর গ্রামের এন্তাজ আলীর ছেলে ওহাব আলী (৪৫) ও মৃত ইয়াসিন আলীর ছেলে তবারক হোসেন (৪৮)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও  নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
অন্যদিকে, সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় মিনিবাসের ধাক্কায় শামশুল আলম কুমকুম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত কুমকুম জেলা শহরের নামোশংকরবাটি মীর পাড়ার সৈয়দ জাফর রেজার ছেলে। এ ঘটনায় বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। 
 
বিবার্তা/জাকির/পলাশ/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com