মানিকগঞ্জের ভাটভাউর এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক কিশোর (১৫) নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর পর প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটভাউর এলাকায় বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন এবং পাটুরিয়াগামী ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়।
উভয় বাসের আহত ২০ জনের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
মানিকগঞ্জ গোলরা হাইওয়ে থানার ওসি বলেন, ‘দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পোঁছে আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। পরে রাস্তার ওপর পরে থাকা দুর্ঘটনা কবলিত বাস দু’টি দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
বিবার্তা/সুমন/জিয়া