চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে দুইটায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মাইনুল আহসানের নেতৃত্বে বিজিবি টহল দল সীমান্ত পিলার ১৮৭/৭ এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা মসজিদ সংলগ্ন পাকা সড়কের উপর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করে। এসময় কাউকে আটক করা যায়নি। ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
শুক্রবার বেলা সাড়ে এগারটায় ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসান মোর্শেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/জাকির/নাজিম