নাটোরে পানিতে ডুবে জাকিয়া সুলতানা (১২) ও জিম খাতুন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ও চৌরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাকিয়া সুলতানা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের মুফতি আতিকুর রহমানের মেয়ে এবং জিম খাতুন একই এলাকার চৌরী গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের মেয়ে।
এলাকাবাসী ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুপুরে স্থানীয় মাদ্রাসার পাশের পুকুরে জেলেরা মাছের খাবার দিচ্ছিল। এসময় কয়েকজন সহপাঠীসহ জাকিয়া ওই পুকুর পাড়ে গেলে হঠাৎ পানিতে পড়ে যায়। পরে ওই পুকুরে জাল ফেলে জাকিয়ার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
অপরদিকে, একই এলাকার চৌরী গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী জিম দুপুরে বাড়ির পাশের ডোবায় বড় বোনের সঙ্গে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে পড়ে যায়।
এসময় বড় বোনের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে জিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বিবার্তা/সাইফুল/পলাশ/নাজিম