নাটোরের গুরুদাসপুরে ডাকাতির চেষ্টাকালে একটি পিকআপসহ ৬ আন্ত:জেলা ডাকাত সদস্যকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার ভোরে গুরুদাসপুর উপজেলার শিকারপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ডাকাতরা একটি হলুদ রংয়ের পিকআপে (নং ঢাকা মেট্রো-ন-১৮-৭৬৫৪) শিকারপুর বাজারে প্রবেশ করে। এসময় তারা বাজারের আনিসুর রহমানের মোবাইলের দোকান, পার্শ্ববর্তী আহসান হাবীবের কাপড়ের দোকান ও শাহিনুরের স্টেশনারী দোকানের তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় নৈশপ্রহরীরা ৬ ডাকাতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক ডাকাতরা হলো- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের কলেজ ছাত্র এমরান আলী (২০), ইসলাম হোসেন (১৭), ডাকাত দলের সরদার একই গ্রামের আব্দুস সালাম (৪০), আকবর আলী (২৫), সবুজপাড়া গ্রামের বছির উদ্দিন (৩০) এবং পিকআপ চালক টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মহিষপুর গ্রামের দিলিপ কুমার (৩০)।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, পিকআপ চালক দিলীপ কুমার দীর্ঘদিন যাবৎ ডাকাতির কাজে ওই পিকআপ ভ্যান ভাড়ায় খাটাতো। এ ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
বিবার্তা/সাইফুল/পলাশ