খুলনায় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৭তম বিসিএস পরীক্ষায় মো. শায়খুল ইসলাম নামে একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় ভ্রাম্যমাণ আদালত শুক্রবার তাকে এ শাস্তি দেন।
শায়খুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামের মো. ফরিদুর রহমানের পুত্র।
খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, মো. শায়খুল ইসলাম ভুয়া প্রবেশ পত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন-১৯৮০’র ৩ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করেন। এসময় পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আছাদুজ্জামান নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, অপরাধীকে শুক্রবার বিকেলে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বিবার্তা/আমিন/রয়েল