‘আ.লীগ প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না’

‘আ.লীগ প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না’
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০:৩৩
‘আ.লীগ প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না’
সিংড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
আওয়ামী লীগ সরকার প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে সিংড়া উপজেলায় দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। আর তাই জনগণের সাথে যা ওয়াদা করা হয়েছে সবগুলোই পূরণ করা হচ্ছে।
 
এ কার্যক্রমের আওতায় সিংড়া উপজেলার তাজপুর, শেরকোল চৌগ্রাম ইউনিয়নের ১৬ হাজার ৩১টি পরিবারের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাল পাবে।
 
পরে তিনি খরসতি চক নওগা ও তাজপুর গ্রামের ৫২৮ টি পরিবারে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন করেন। 
 
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
বিবার্তা/রাজু/পলাশ/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com