পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মাঝে সরকার নির্ধারিত ১০ টাকা মূল্য চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যে প্রতি কেজি চাল বিক্রি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি কার্ডের বিপরীতে একটি পরিবার ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। ইতিমধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের দেয়া হতদরিদ্রদের তালিকা অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দফতর থেকে কার্ড ইস্যু করা হয়। কাউখালীতে হতদরিদ্র হিসাবে বাছাইকৃত ১ হাজার ৯৭২ জন ১০ টাকা মূল্যে চাল ক্রয় করতে পারবে।
বিবার্তা/বশির/পলাশ/নাজিম