যশোরে ৫ অক্টোবর সড়ক ও রেলপথ অবরোধ

যশোরে ৫ অক্টোবর সড়ক ও রেলপথ অবরোধ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৯:৩৭
যশোরে ৫ অক্টোবর সড়ক ও রেলপথ অবরোধ
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পানি নিষ্কাশনের দাবিতে আগামী ৫ অক্টোবর শিল্পশহর যশোরের নওয়াপাড়ায় সড়ক ও রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। 
 
শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়া ইনস্টিটিউটে অনুষ্ঠিত জলাবদ্ধ চার উপজেলার নেতাদের এক জরুরি প্রতিনিধি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
জেলা প্রশাসকের কাছে দাখিল করা স্মারকলিপিতে অন্তর্ভুক্ত দাবি পূরণের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। 
 
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা জানান, দীর্ঘ দুই মাস ধরে অভয়নগর, মণিরামপুর, কেশবপুর ও যশোর সদর উপজেলার দুই শতাধিক গ্রামের দশ লাখ লোক পানিবন্দি রয়েছে। মাছের ঘের, ফসলের মাঠ ও রাস্তাঘাট ডুবে লোকজন মানবেতর জীবনযাপন করছে। ওই সব অঞ্চলের পানি দ্রুত অপসারণের জন্য ভবদহের হরি নদীতে আরো তিনটি স্কেভেটর আনা, আমডাঙ্গা খাল খননের মাধ্যমে প্রশস্ত করা, জলাবদ্ধ এলাকায় খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা, বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ, টেকা নদীসহ সব খালের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
 
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালীর সভাপতিত্বে সভায় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের প্রধান অনিল বিশ্বাস, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠবিহারী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/তুহিন/পলাশ/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com