গত আটদিন ধরে মো. অমিত হাসান (৯) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে বান্দরবান জেলার লামা উপজেলার ক্যয়াজুপাড়ার বাসিন্দা মো. মোহাম্মদ বাবুর ছেলে ও আজিজনগর ইউনিয়নের ডিগ্রিখোলা হেফজখানা মাদ্রাসার ছাত্র।
তার শারীরিক উচ্চতা আনুমানিক চার ফুট, গায়ের রং কালো, মুখমণ্ডল লম্বাটে, গায়ে সবুজ রংয়ের পাঞ্জাবি ও পরনে হলুদ কালো রংয়ের চেক লুঙ্গি ছিল। সে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালের দিকে অমিত হাসান মাদ্রাসা যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ শিশুর বাবা মোহাম্মদ বাবু গত ২৯ সেপ্টেম্বর লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং- ১১৯৪, তাং- ২৯/০৯/১৬ইং)।
তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ অমিত হাসান সন্ধান পেলে ০১৮৬২-৫৭৯১৮৫ অথবা ০১৮৬০-৬৮৫১৬৯ নম্বরে মুঠোফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, অমিত হাসান নামের কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
বিবার্তা/আরমান/নিশি