‘বয়স বৈষম্য নিরসন করুন’- এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে শনিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যা লিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পাঁচ শতাধিক প্রবীণরা অংশ নেন।
দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রবীণদের নিয়ে খেলাধুলা আলোচনা সভা ও পুরুস্কার বিতরণীসহ আনা আয়োজন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে (৬০) বছর এবং তদূর্ধ বয়সী ব্যক্তিদেরকে প্রবীণ বলে অভিহিত করা হয়। তাই তাদেরকে নিয়ে এই আয়োজন বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের।
বিবার্তা/শরীফুল/জেমি/জিয়া